বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্রগ্রামের শিকলবাহা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন শিকলবাহা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি এম মাহবুবুল আলম জনি ও সাধারণ সম্পাদক এম শফিউল করিম শফি। এই দু’জনের সাক্ষরিত ৪ নং ওয়ার্ডের এই পুরো কমিটির নাম আমাদের হাতে এসেছে।
এ কমিটিতে আগের পুরো কমিটির ব্যাপক রদবদল হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম ডি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সগ সভাপতি আবু তাহের মুন্না ও মোঃ নাছির, সাধারণ সমাপদক রফিউল করিম সহ আরো ১৬ জন। এই কমিটিতে দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকটি পদে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
রবিবার (২০ জুন) বিকেল ৫টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এই সময় শিকলবাহা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনাব জনি ও শফি শ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। এ বিষয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এদেরকে সাথে নিয়ে আগামীতে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে এগিয়ে যাব। তিনি আরো বলেন, “তোমাদের কাজের উপরেই নির্ভর করবে কর্ণফুলির আগামী দিনের জাতীয়তাবাদী রাজনীতি”। এ সময় তিনি উপস্থিত সকল নেতা কর্মীদের ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য অভিনন্দন জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডাকসুর সাবেক জিএস বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শিকল্বাহা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবেক যুগ্ম-আহ্বায়ক (২০০৯) বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
এর আগে শিকলবাহা সংগঠনটির কেন্দ্রীয় অফিসে বিদ্যুত না থাকায় কমিটি ঘোষনার স্থান পরিবর্তন করা হয়। পরে রবিবার বিকেল ৫টায় কর্ণফুলীর বড় উঠান এলাকায় ছাত্রদলের অফিসে এই কমিটি ঘোষনা করা হয়। ৪ নং ওয়ার্ড ছাত্রদলের এই নতুন কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন পূর্বতন কমিটির সভাপতি শেখ আব্দুল্লাহ মুরসালিন।