ঢাকা, ১০ অক্টোবর। আসন্ন ঈদুল আযহা ও দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার। আগামীকাল শুক্রবার থেকে এ ছুটি কার্যকর হবে। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর থেকে যথারীতি উভয় স্টক এঙচেঞ্জে লেনদেন হবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
হিন্দু ধর্মালম্বীদের দুর্গাপূজা, মুসলিম ধর্মালম্বীদের ঈদুল আযহা পাশাপাশি তারিখে পড়েছে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিত সরকারি ছুটি। সব মিলিয়ে আগামীকাল ১১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিন বন্ধ থাকবে উভয় স্টক এঙচেঞ্জ।





