চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। আগামীকাল রবিবার (৫ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার কোনও বাসও চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে না বলে জানান তারা। আন্তঃজেলা বাস মালিক সমিতির জেনারেল সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সব ধরনের যানবাহন না চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবে না। এ কারণে আগামীকাল রবিবার থেকে চট্টগ্রামের সব রুটে যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই ধর্মঘট চলমান থাকবে।’
চালক-শ্রমিকদের নিরাপত্তায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ মুসাও। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্র থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আগামীকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখবো। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনও বাস ছেড়ে যাবে না।’