প্রথম টি-টোয়েন্টিতে শুরুতে উইকেট হারানো তামিম ইকবাল ফ্লোরিডায় দারুণ খেলছেন। দ্বিতীয় ম্যাচে বেশ সতর্ক তিনি, তবে মেরেও খেলছেন। তাতে ৩৫ বলে ২০ ওভারের ক্রিকেটে ষষ্ঠ হাফসেঞ্চুরি পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আগের ওভারে রভম্যান পাওয়েলর হাতে জীবন পাওয়ার পর পঞ্চাশ ছোঁন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তার সঙ্গে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ে ক্রিজে আছেন সাকিব আল হাসান। ১৫ ওভারে ৩ উইকেটে ১১৬ রান বাংলাদেশের।
আগে ব্যাট করতে নেমে ধীর শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারের তামিম ইকবাল ও লিটন দাসের উদ্বোধনী জুটি মাত্র ২ রান করে। পরের ওভারে অ্যাশলে নার্স তাদের বিচ্ছিন্ন করেন। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে কার্লোস ব্র্যাথওয়েটকে ক্যাচ দেন লিটন (১)। তারপর তামিম মেরে খেলতে থাকলেও চতুর্থ ওভারের তৃতীয় বলে আবারও নার্সের কাছে ভাঙে তাদের জুটি। মুশফিকুর রহিমকে মাত্র ৪ রানে আন্দ্রে রাসেলের ক্যাচ বানান উইন্ডিজ স্পিনার। রিভার্স সুইপ করতে গিয়ে আউট হলেন তিনি।
সৌম্য সরকার বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। ৭.৪ ওভারে কিমো পলের বলে পাওয়েলের ক্যাচ হন মাত্র ১৪ রানে। এরপর তামিম সাকিবকে সঙ্গে নিয়ে বেশ স্বস্তিতে রেখেছে বাংলাদেশকে।
ফ্লোরিডার লডারহিলে জিততেই হবে বাংলাদেশকে, যদি তারা সিরিজে টিকে থাকতে চায়। সেন্ট কিটসে প্রথম ম্যাচে তাদের হার দিয়ে শুরু হয়েছিল তিন ম্যাচের এ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের একাদশ অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ এনেছে একটি পরিবর্তন। মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দারকে।
ওয়েস্ট ইন্ডিজ সফর নতুন নয় টাইগারদের জন্য। তবে এই ভেন্যু বাংলাদেশের জন্য নতুন। ফ্লোরিডায় আগে কখনও খেলার সুযোগ পায়নি লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্রের মাটিতে কি ভাগ্য বদলাবে?
২০১০ সালের ২২ মে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাউয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের। এখানে এর আগে মাত্র ৬টি টি-টোয়েন্টি হয়েছে। রবিবার ৭ নম্বর ম্যাচে বাংলাদেশ সৌভাগ্যের পরশ পায় কিনা সেটাই দেখার। ওয়েস্ট ইন্ডিজ জিতলে সিরিজ শেষ হয়ে যাবে সাকিবদের। আর বাংলাদেশ জিতলে সোমবার শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, নাজমুল হোসেন, আবু হায়দার, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, স্যামুয়েল বদ্রি, কিমো পল, কেসরিক উইলিয়ামস।