“প্রথম বাংলাদেশ” নামক একটি ম্যাগাজিনে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পুত্র, মন্ত্রী ও সরকারী আমলাদের নিয়ে কটুক্তিকর লেখা প্রকাশের অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ২৪ জন লেখক ও বিএনপি কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাদী হাফিজুর রহমান।
অভিযুক্তরা হলেনঃ মোহাম্মদ আবু জোবায়ের রব্বানী, রিয়াজ আহমেদ, এমডি তোফায়েল হোসেন, শাহ মোহাম্মদ শাহিনুর রব, লুতফুর রহমান, আব্দুন নাফি, মিল্টন কুমার দে, শেখ মোহাম্মদ রিপন মিয়া, মোহাম্মদ জাফর ইকবাল, মশিউল হোসেন খান, সুরঞ্জয় সরকার, আজির উদ্দিন, পলাশ সরকার, আব্দুর রহমান, কাজি রুবেল হোসেন, কাশিফ রেহান, এমডি আনিছুজ্জামান, এমডি সাব্বির হোসেন, চিন্ময় দেবনাথ, কাওসার হামিদ, প্রিন্স মাতুব্বর, এনায়েতুল হুদা, বিপ্লব পাল।
বাদী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হোলে তিনি বলেন, এ ম্যাগাজিনে লেখকেরা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রধানমন্ত্রী তথা তাহার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপমান-অপদস্থ করার জন্য মানহানিকর লেখা প্রকাশ করার প্রেক্ষিতে এই মামলাটি করা হয়েছে।
এ বিষয়ে “প্রথম বাংলাদেশ” ম্যাগাজিনের সম্পাদক রিয়াজ হোসেনের সাথে যোগাযোগ করা হোলে তাঁর টেলিফোনটি বন্ধ পাওয়া যায়।