ডিজিটাল সিকিউরিটি আইনে দায়ের করা একটি মামলায় যুবদল নেতা শাহ মোহাম্মদ শাহীনুর রব-এর বাসায় তদন্তে এসে বৃদ্ধ পিতাকে হেনস্থা করলো সি আইডি’র কিছু তদন্ত কর্মকর্তা। এই সময় তারা শাহীনুর রবের পিতা বৃদ্ধ আবদুর রবকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং তার ছেলেকে দেশে ফিরিয়ে আনবার জন্য চাপ প্রদান করেন। উল্লেখ্য যুবদল নেতা শাহ মোহাম্মদ শাহীনুর রব যুক্তরাজ্য প্রবাসী এবং সেখানেই তিনি জাতীয়তাবাদী যুব দলের একজন নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন।
আমাদের স্থানীয় সংবাদ দাতা সূত্রে জানা যায় যে, পোর্টাল বাংলাদেশ নামক একটি অনলাইন পত্রিকায় যুবদল নেতা শেখ হাসিনাকে নির্মূল করবার ইচ্ছা পোষন করে বক্তব্য দিয়েছিলেন। পরবর্তীতে সেই লেখার লেখক ও সাক্ষাৎকারদাতার প্রত্যেকের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইন ও মানহানি এই দুই অপরাধে দুইটি মামলা করা হয় যথাক্রমে রাজবাড়ী ও ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে। এরই সূত্র ধরে সি আই ডি এই ঘটনার তদন্ত করতে এলে শাহীনুরের বৃদ্ধ পিতা পুলিশদের জিজ্ঞেস করে তাঁরা কেন তাঁর বাড়ীতে এসেছেন। এই কথা বলাতেই তদন্ত কর্মকর্তারা অকথ্য ভাষায় এই বৃদ্ধকে গালাগাল করে এবং শরীরে আঘাত করে। ঘটনার আকষ্মিকতায় ও আঘাত সইতে না পেরে শাহীনুরের পিতা আব্দুর রব অসস্থবোধ করেন। পরবর্তীতে তাঁকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
এই ব্যাপারে স্থানীয় সি আই ডি অফিসের সাথে যোগাযোগ করা হলে, কর্তব্যরত অফিসার হাবিল আলী বলেন “মামলার তদন্ত করতে আমরা সেখানে গিয়েছিলাম। কাউকে আঘাত করবার প্রশ্নই আসে না”
এমন ঘটনায় এলাকায় আতংকের তৈরী হয়েছে। স্থানীয় অনেক নেতাই এখন এলাকার বাইরে থেকে ঘরে ফিরছেন না।