নিজস্ব প্রতিবেদকঃ গত ১৯ অক্টোবর রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে “এথিস্ট ইন বাংলাদেশ” নামক ম্যাগাজিনের লেখক আরমান আহমেদ নামক এক ব্যাক্তি সহ মোট ৬১ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। মামলার বাদী মোঃ আরিফ উদ্দিন। জানা গেছে এই ম্যাগাজিন দীর্ঘদিন ধরেই অনলাইন সহ অফ্লাইনে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা রটিয়ে আসছিলো। চীফ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক জনাব আতিকুল ইসলাম এই মামলাটিকে গুরুত্বপূর্ণ হিসেবে সঙ্গায়িত করে ডিআইজি, পিবিআই -কে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে মামলার তদন্ত প্রতিবেদন দেবার তারিখ ২৮ শে অক্টোবর নির্ধারিত হয়েছে। মামলাটির নম্বর ১৪৫৭/২০১৯।
এদিকে এই মামলাকে ঘিরে গত ১৯-ই অক্টোবর আদালতে ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা যায়। আদালতে হেজাজত ইসলামের কর্মী সহ জামাত ও বিভিন্ন ইসলামী দলের কর্মীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। ইতি পূর্বে এই ম্যাগাজিনের ওয়েবসাইট বি টি সি এল থেকে বাতিলেরো সুপারিশ করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
এই মামলার প্রধান আসামী সম্পাদক আরমান আহমেদ। মামলার অন্য আসামীরা হলেন- তানভীর আহমেদ, কেএম মাহফুজুর রহমান, আমিনুল হক, কাজী অওাহিদুজ্জামান, প্রশান্ত বাড়ই, আদনান সাকিব, এমডি ওমর ফারুক, সেক্যুলার পাবলিশার্স, মোহাম্মদ ওমর সানী, শ্রাবণী শিকদার, হায়াত হামিদুল্লা রবিন, এম ডি তোফায়েল হোসেন, হোসনি মোবারক, সানজিদা সামিরা তামান্না, রুমন মিয়া, ফারজানা ইসলাম, রুমানা আফরোজ রাখি, মোহাম্মদ এমাদ, বিপ্লব পাল, আনিকা হক মল্লিক, এমডি মিজানুর রহমান খন্দকার, অরুনাংশ চক্রবর্তী, আসিফ আবড়ার টিটু, সাইফুল ইসলাম, রাশেদুল আলম, চিন্ময় দেবনাথ, জোবায়ের হোসেন, এমডি আনিছুজ্জামান, মিফতাহুর রহমান, আব্দুর রহমান, এমডি সাব্বির আহমেদ, এনামুল হক, শামাউন সরকার, কামরুন্নাহার শাহানা, সৈয়দ মাসুন আলী, শিপন আহমেদ, সুলতানুল আরেফিন সিয়াম, আব্দুল্লাহ বাকি, এহসানুল করিম, আবুল হানিফ, এমডি মাহাদি হোসেন, এমডি রেজাউল ইসলাম, কাওসার হামিদ, ডলার বিশ্বাস, নিলুফার হক, হাফিজুর রহমান, সিদ্দিকুর রহমান, শাহ্নাজ ফেরদৌসি, এমডি লায়েক মিয়া, এমডি মনোয়ার হোসেন, নাইমুল ইসলাম, আব্দুল জলিল, এমডি খালেদ হোসেন, কাশিফ রেহান, রুবেল চৌধুরী, শেখ রিপন, এইচ এম মাহমুদ, সুজন চন্দ্র দেব, এফ এম জাকির হোসেন জ্যাকি, এমডি মনোয়ার হোসেন।
এই ব্যাপারে ম্মাওলার বাদী মোঃ আরিফ উদ্দিন-এর সাথে কথা বলা হলে তিনি তাঁর উচ্ছাস প্রকাশ করেন। তিনি বলেন আমরা দেশের আইন মেনে মামলায় এসেছি। যদি সরকার এই ব্যাপারে ব্যবস্থা না নেন তাহলে আমরাই তৌহিদী জনতা এই কুলাঙ্গারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।
এইদিকে এই মামলাকে ঘিরে আদালত পাড়ায় ছিলো নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও উপচে পড়া ভীড়। আদালত পাড়ায় হেফাজতের ইসলামীর কর্মীরা নারায়ে তাকবীর আল্লাহ হু আকবর ধ্বনিতে মুখরিত করে রাখেন।