নিজস্ব প্রতিনিধিঃ পোর্টাল বাংলাদেশ নামক একটি অনলাইন পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর লেখার কারনে গতকাল জামালপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বাঙালীর পূত্র খন্দকার মো আলাল বাদী হয়ে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামালপুরে সর্বমোট ৩৮ জনের বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়রে করে। মামলা নাম্বার ২৮৮ (১) ১৯। এই মামলাটি বাংলাদেশ পেনাল কোডের ৫০০ ও ৫০১ ধারায় করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবীর এই মামলাটিকে তদন্তের জন্য সি আই ডি’র হাতে ন্যস্ত করেন।
আদালত সূত্রে জানা যায় যে অনলাইন পত্রিকা পোর্টাল বাংলাদেশে “স্বৈরাচারী হাসিনাকে নির্মূল করা এখন সময়ের দাবি” শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করা হয়। এই প্রবন্ধের লেখক এমডি এনামুল হক এবং এম ডি ওমর ফারুক। এই লেখাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার বাকি পরিবারকে হত্যার হুমকি প্রধান করা হয়। এই লেখায় বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় গোয়েন্দা সংস্থাকেও উষ্কানোর অভিযোগ আনা হয়েছে।
এই বিষয়ে মামলার বাদী খন্দকার মো আলাল এর সাথে আমাদের প্রতিবেদক যোগাযোগ করলে তিনি বলেন- “স্বাধীন বাংলাদেশে এইসব রাজাকার এর বাচ্চারা থাকতে পারবে না। যারা শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে বা সমালোচনা করবে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই”
উল্লেখ্য এই মামলায় মোট ৩৮ জনকে আসামী করা হয়, যারা হলেন এই উক্ত প্রবন্ধের লেখক এম ডি এনামুল হক ও এম ডি ওমর ফারুক। এছাড়া এই মামলায় বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের জামাতা ফাহাম আব্দুস সালাম, প্রখ্যাত ব্লগার কাজী ওয়াহিদুজ্জামান, ডাঃ পিনাকী ভট্টাচার্য্য, বি এন পির জলবায়ু বিষয় সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, লন্ডন মহানগর বিএনপি’র মহিলা সম্পাদক কামরুননাহের শাহানা, প্রখ্যাত সাংবাদিক ও ব্লগার এম ডি মাহাদি হাসান, বি এন পি নেতা মশিউল হুসেইন খান, শিবিরের কর্মী আমান আবদুহু, পোর্টাল বাংলাদেশ পত্রিকার প্রচার সম্পাদক ও প্রখ্যাত ব্লগার মোহাম্মদ এমাদ সহ আরো অনেকেই এই মামলার আসামী।
এই বিষয়ে ফাহাম আব্দুস সালামের সাথে কথা বলতে গেলে তিনি এই বিষয়ে কথা বলবেন না বলে জানিয়ে দেন।