বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়ন প্রকল্পে আরো ১৭ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচির তৃতীয় ধাপ বাস্তবায়নে এ অর্থ ব্যয় হবে।
এডিবির আর্থিক খাত বিশেষজ্ঞ তাকুয়া হোশিনো এ বিষয়ে উল্লেখ করেন, এডিবি বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আইনী সংস্কার, নিয়ন্ত্রণকারী এবং প্রাতিষ্ঠানিক বাজার কাঠামোতে উন্নতি হবে।
সংস্থাটি জানিয়েছে, ২০১২ সাল থেকে এডিবি সরকারের সঙ্গে পুঁজিবাজার উন্নয়নে কাজ করে যাচ্ছে। মূলত ২০১০ সালে শেয়ারবাজারে ভয়াবহ পতনের পর বাজারে আস্থা ফিরিয়ে আনাসহ পুঁজিবাজারকে একটি টেকসই প্রতিষ্ঠানে রূপান্তর করতে এ ধরণের প্রকল্প গ্রহণ করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুঁজিবাজারে ১০ বছর মেয়াদী জাতীয় মাস্টার প্লান তৈরি করা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর স্বাধীনতা নিশ্চিত করতে আইনি সংস্কার, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ), কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক রিপোর্ট ও অডিটগুলোতে আরো স্বচ্ছতা আনাসহ বিমা শিল্পের উন্নয়নে নানা কর্মসূচি রয়েছে।