গতকাল সোমবার মোঃ রাকিবুল ইসলাম নামের একজন আওয়ামীলীগ কর্মী ন্যাশনালিস্ট ভিউ নামের একটি অনলাইন ভিত্তিক সংগঠন এর বিরুদ্ধে করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ এনে সাইবার ট্রাইব্যুনালে ওয়েবসাইটটির সম্পাদক এমডি আবদুন নাফি সহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে একটি মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট মামলায় আসামীরা হলেনঃ এমডি আব্দুন নাফি, সম্পাদক, এমডি মোস্তাফিজুর রহমান চৌধুরী, সহ-সম্পাদক, এমডি এনামুল হক, কন্ট্রিব্যুটর, খন্দকার মোহাম্মদ নাসির সারোয়ার, কন্ট্রিব্যুটর ও চিন্ময় দেবনাথ, সেকশন এডিটর।
এ বিষয়ে জানতে চাইলে মামলাটির বাদী মোঃ রাকিবুল ইসলাম জানান, “আমি বাংলাদেশ আওয়ামীলীগ তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী। মামলার আসামীরা দীর্ঘদিন ধরে ন্যাশনালিস্ট ভিউ নামের ওয়েবসাইটে বাংলাদেশের সরকার, সকলের প্রাণের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এমনকি ডিজিএফআই কেও নানাভাবে কটূক্তি করে আসছে। সম্প্রতি তারা করোনা ভাইরাসের মতো এতো সংবেদনশীল বিষয়ে নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছে। যা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশ তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আওয়ামীলীগ-এর একজন একনিষ্ঠ কর্মী ও বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে কোন ভাবেই এটি মেনে নেয়ার নয়। তাই তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতেই এই মামলাটি দায়ের করেছি। আশা করি আদালত তাদের জন্য উপযুক্ত শাস্তি দণ্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন।”
এ বিষয়ে আসামীদের কারো সাথে যোগাযোগ করে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশনের একজন উচ্চ পদস্থ অফিসার বেলায়েত হোসেন-এর সাথে এ বিষয়ে কোথা বলতে চাইলে তিনি বলেন, এটি একটি সম্পূর্ণ আদালতের ব্যাপার। আদালতের নির্দেশে আমরা আমাদের তদন্ত করার পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।