যুক্তরাজ্যপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার সৈয়দা মহসিনা ডালিয়া’র বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে পোস্টার টাঙিয়েছে সরকার-সমর্থিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্লগিং ও অনলাইন অ্যাক্টিভিস্ট কমিউনিটিতে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঢাকা, নড়াইল, খুলনা ও রাজশাহীর মতো বিভিন্ন অঞ্চলে হেফাজতের পক্ষ থেকে নাগরিকত্ব বাতিলের দাবিতে এই পোস্টারিং পরিচালিত হয়।
উক্ত পোস্টারে লেখা ছিলঃ
“আল্লাহর আইন অমান্যকারী, ইসলামের শত্রু, নাস্তিক, আল্লাহর গজবপ্রাপ্ত, ইহুদি নাসারার এজেন্ট সৈয়দা মহসিনা ডালিয়া -এর বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে। প্রচারেঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র একজন শীর্ষ কর্মকর্তা মনিরুল ইসলাম এই বিষয়ে জানতে চাইলে কোনও মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, সৈয়দা মহসিনা ডালিয়া একজন সক্রিয় ব্লগার ও সমকামী অধিকারকর্মী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও সমকামী অধিকার সম্পর্কিত বিষয়ে তাঁর নিজস্ব ব্লগ, অনলাইন মিডিয়া এবং ম্যাগাজিনে লেখালেখি চালিয়ে আসছেন।






