ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৪৫ জন। তাদের মধ্যে ২০৪ জন ঢাকার, ঢাকার বাইরে ৪১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৩ জন। যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১১ জন।
শনিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৫৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭৩৯ জন, বাকি ১১৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৬৯২ জন রোগী ভর্তি হয়েছেন, ছাড়া পেয়েছেন ৫ হাজার ৮১১ জন।
হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]
সম্পাদকঃ ইসরাত রশিদ
সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা
সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা
উপদেষ্টাঃ নূর মোহাম্মদ
প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী