নিজস্ব প্রতিবেদকঃ গত ২৫ শে অক্টোবর রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে “এথিস্ট নোট” নামক ম্যাগাজিনের লেখক খায়রুল্লা খন্দকার নামক এক ব্যাক্তি সহ মোট ১১ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। মামলার বাদী মামুনুল হক একজন সক্রিয় হেফাজত এ ইসলাম-এর কর্মী। জানা গেছে এই ম্যাগাজিন দীর্ঘদিন ধরেই অনলাইন সহ অফ্লাইনে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসা রটিয়ে আসছিলো। চীফ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এই মামলাটিকে গুরুত্বপূর্ণ হিসেবে সঙ্গায়িত করে ডিআইজি, পিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছেন। জানা গেছে মামলার তদন্ত প্রতিবেদন দেবার তারিখ ১৪ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। মামলাটির নম্বর ৭৮৫/২০২২।
এদিকে এই মামলাকে ঘিরে গত ২৫-ই অক্টোবর আদালতে ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা যায়। আদালতে হেজাজত ইসলামের কর্মী সহ জামাত ও বিভিন্ন ইসলামী দলের কর্মীদের ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়। ইতি পূর্বে এই ম্যাগাজিনের ওয়েবসাইট বি টি সি এল থেকে বাতিলেরো সুপারিশ করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
এই মামলার প্রধান আসামী সম্পাদক খায়রুল্লা খন্দকার। মামলার অন্য আসামীরা হলেন-রেহানা আক্তার, সৈয়দা মহসিনা ডালিয়া, তোয়াহা তাশদিক ফিজা, অরুনাংশু চক্রবর্তী, সোহাগ শংকরী, অনুপ চক্রবর্তী, এম ডি সাইফুর রহমান, জেসিকা রাখি গোমেজ, চিন্ময় দেবনাথ, জয় বিশ্বাস।
এই ব্যাপারে মামলার বাদী মামুনুল হক-এর সাথে কথা বলা হলে তিনি তাঁর উচ্ছাস প্রকাশ করেন। তিনি বলেন আমরা দেশের আইন মেনে মামলায় এসেছি। যদি সরকার এই ব্যাপারে ব্যবস্থা না নেন তাহলে আমরাই তৌহিদী জনতা এই কুলাঙ্গারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।
এইদিকে এই মামলাকে ঘিরে আদালত পাড়ায় ছিলো নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও উপচে পড়া ভীড়। আদালত পাড়ায় হেফাজতের ইসলামীর কর্মীরা নারায়ে তাকবীর আল্লাহ হু আকবর ধ্বনিতে মুখরিত করে রাখেন।






