গতকাল রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে দেখা যায় যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার বিষয়ক ব্লগার তোয়াহা তাশদিক ফিজা-এর নাগরিকত্ব বাতিলের দাবিতে দেয়াল লিখন। এ নিয়ে ব্লগার ও মানবাধিকার কর্মীদের মধ্যে এক ধরনের আতংক লক্ষ্য করা যায়। তবে কে বা কারা এই দেয়াল লিখন করেছে তার খোঁজ মিলেনি এখনও।
উক্ত দেয়াল লিখনে লেখা ছিলঃ “নারীবাদী নাস্তিক ব্লগার, সমকামী, ব্যাভিচারকারি, ইসলামের শত্রু তোয়াহা তাশদিক ফিজা-কে দ্রুত গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন কোর্টে হবে।”
আরও লেখা ছিলঃ “তসলিমা নাস্রিনের সহচর, নারীবাদী, সমকামী ব্যাভিচারকারি ইসলামের শত্রু তোয়াহা তাশদিক ফিজা-র বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে।

তবে এ বিষয়ে খোঁজ নিলেও কে বা কারা সারাদেশে এই দেয়াল লিখন লিখেছে তা নিশ্চিত করে খোঁজ মিলেনি।
