গতকাল সোমবার মোঃ আবু বকর সিদ্দিক আজিজ নামক এক হেফাজত ইসলাম এর কর্মী বাদী হয়ে মৌলভীবাজার ম্যাজিস্ট্রেট আদালতে “অধার্মিক” নামক একটি নাস্তিক্যবাদী অনলাইন ম্যাগাজিনের সম্পাদক সহ উক্ত ম্যাগাজিনের ১৮ জন লেখকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা নং – ৬৩০/২০২৩। গতকাল মৌলভীবাজার ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শত শত হেফাজতে কর্মী জড়ো হয়ে বিভিন্ন নাস্তিক বিরোধী স্লোগান দেয় এবং আদালত প্রাঙ্গণে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
উক্ত মামলার আসামীরা হলেনঃ অধার্মিক ম্যাগাজিনের সম্পাদক এমডি সাইফুর রহমান, অনুপ চক্রবর্তী, নিলুফার হক, রেহানা আক্তার, সোহাগ শংকরী, সৈয়দা মহসিনা ডালিয়া, নাফিউর রেজওয়ান, এমডি আরিফুল ইসলাম প্রান্ত, তোয়াহা তাশদিক ফিজা, উম্মে উমন নিশু, শোভন রেজা, জেসিকা রাখি গোমেজ, জেরিন সুলতানা সানরামনি, জয় বিশ্বাস, মুবাশ্বিরিন মনোয়ারা, মোস্তফা জামান খান, অতনু রায়, চিন্ময় দেবনাথ এবং অরুনাংশু চক্রবর্তী।
খোঁজ নিয়ে জানা যায়, অধার্মিক নামক অনলাইন ভিত্তিক ম্যাগাজিনটি মূলত নাস্তিক্যবাদকে প্রচার করে এবং ইসলাম ধর্ম তথা বিভিন্ন ধরের বিরুদ্ধে লেখা প্রচার করে।