শহিদুল আলমের সুখ-দুঃখ এখন পুরো দেশের মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন এই বলিষ্ঠ আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী। বুধবার (১ অক্টোবর) রাতে দখলদার ইসরায়েলি বাহিনী এই নৌবহরে হানা দিয়ে অভিযান চালায়। এ সময় ১৩টি জাহাজের মধ্যে গ্রেটা থানবার্গসহ দুই শতাধিক কর্মী, সমাজসেবী ও পর্যটককে বন্দি করে ইসরায়েল।