তবে এখানেই শেষ নয়। এই বক্তব্যের পরপরই বিজেপির একাংশ এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের অভিযোগ, একজন বিদেশি নাগরিককে রাজ্য সরকারের আয়োজনের দুর্গাপূজা কার্নিভালে আমন্ত্রণ জানানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে মনে করে তারা। বিজেপি নেতারা বলছেন, এর দ্বারা বাংলার নিজস্ব শিল্পীদের অপমান হয়েছে। তারা ‘বাংলার মঞ্চে বিদেশি কেন?’ স্লোগানে ফেসबुक ও অন্যান্য মাধ্যমে জয়ার ছবি কালি লাগিয়ে প্রতিবাদ জানায়। এই ঘটনার পর দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি ওঠে। বিজেপি কর্মীরা মহকুমা শাসকের দপ্তর ও সরকারি বাসভবনের সামনে মানববন্ধন করে নিজেদের ক্ষোভ প্রকাশ করে। এ কর্মসূচির নেতৃত্ব দেন দলের জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এর জবাবে তৃণমূল নেতারা বলেন, ‘শিল্পীর কোনও দেশ বা ধর্ম হয় না। দুর্গাপুরের মতো শহরে জয়া আহসানের মতো গুণী শিল্পীর আগমন এমন সাংস্কৃতিক বিনিময়ের নিদর্শন। বিজেপি বাংলার সংস্কৃতিকে রাজনীতির রঙে রাঙাতে চায়, যা অত্যন্ত দুঃখজনক।’






