আগামী পাঁচ বছরে ভারতে বিশাল আকারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্ব প্রযুক্তি জায়ান্ট গুগল। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে একটি বৃহৎ ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপন করা হবে। এই খবর সোমবার নয়াদিল্লি থেকে এএফপি সংবাদ সংস্থা নিশ্চিত করেছে।
গুগলের ক্লাউড বিভাগের প্রধান কর্মকর্তা (সিইও) থমাস কুরিয়ান নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বাইরে আমরা যতগুলো এআই হাবের জন্য বিনিয়োগ করছি, তার মধ্যে এটি সবচেয়ে বড়।’ তিনি আরও জানান, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আগামী পাঁচ বছরে ১৫০০ কোটি ডলার মূলধন বিনিয়োগ করে গিগাওয়াট-স্কেলে একটি এআই হাব তৈরি করা হবে।
কুরিয়ান বলেন, ভবিষ্যতে এই কেন্দ্রটি আরও অপ্টিমাইজ করে আরও বেশি গিগাওয়াটে উন্নীত করা হবে। চলতি বছরের শেষে ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। কাজের নিজস্বতা ও ব্যক্তিগত ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে, ভারতে এআই টুলের চাহিদাও ব্যাপকভাবে বেড়েছে।
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুগলের এই বিনিয়োগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এই ডিজিটাল অবকাঠামো আমাদের ‘ইন্ডিয়া এআই ভিশন’-এর লক্ষ্য অর্জনে অনেক এগিয়ে নিয়ে যাবে।’ অপর দিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই দিনটিকে ‘খুবই আনন্দের দিন’ হিসেবে অভিহিত করেছেন। রাজ্যের প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ এক্স-এ লেখেন, ‘এটি একটি যুগান্তকারী বিনিয়োগ। এক বছর ধরে চলা আলোচনা ও প্রচেষ্টার ফল হিসেবে এই চুক্তি সম্পন্ন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটি আমাদের রাজ্যের ডিজিটাল ভবিষ্যৎ, উদ্ভাবন ও বৈশ্বিক মর্যাদার জন্য বিশাল অগ্রগতি। এটি একশ্রেণির শুরু মাত্র।’
উল্লেখ্য, এই মাসে মার্কিন স্টার্ট-আপ প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’ ভারতে একটি অফিস খোলার ঘোষণা দিয়েছে। এর প্রধান নির্বাহী দারিও আমোদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, ‘ভারতের প্রাণবন্ত প্রযুক্তি ইকোসিস্টেম ও প্রতিভাবান যুবসমাজ এআই উন্নতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে।’ তিনি আরও উল্লেখ করেছেন, ‘উন্নয়নের জন্য এআই-এর পূর্ণ সদ্ব্যবহার করতে চাই।’
অ্যানথ্রপিকের পাশাপাশি, আরও শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো ভারতের বাজারে আগ্রহ দেখাচ্ছে। ওপেনএআই জানিয়েছে, তারা এ বছরের শেষের দিকে ভারতে একটি অফিস খুলবে। প্রতিষ্ঠানটির প্রধান স্যাম অল্টম্যান বলেন, ‘গত এক বছরে ভারতে চ্যাটজিপিটির ব্যবহার চার গুণ বেড়েছে।’ এর পাশাপাশি, পারপ্লেক্সিটি জুলাইয়ে ভারতীয় টেলিযোগাযোগ সংস্থা এয়ারটেলের সঙ্গে এক বড় পার্টনারশিপের ঘোষণা দিয়েও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এর আওতায় এয়ারটেলের ৩৬ কোটি গ্রাহক এক বছরের জন্য বিনামূল্যে পারপ্লেক্সিটি প্রো সাবস্ক্রিপশন পাবেন।