যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীলচক্র’। গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায় মিঠু খান পরিচালিত। দেশব্যাপী প্রত্যাশিত সাড়া না পেলেও, এবার ছবিটি উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে প্রবেশ করছে।
শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে দেখা যাবে এই ছবি। যুক্তরাষ্ট্রের ২৪টি শহরে এটি মুক্তি দিচ্ছে পরিবেশনা প্রতিষ্ঠান বায়স্কোপ ফিল্মস, যারা এর আগে অর্ধশতাধিক বাংলা চলচ্চিত্র উত্তর আমেরিকায় প্রদর্শন করেছে। পাশাপাশি কানাডার একাধিক শহরেও ছবিটি প্রদর্শিত হবে।
প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, ‘আমরা প্রথম লাস ভেগাসে ছবিটির প্রিভিউ দেখি, আর সেখান থেকেই সিদ্ধান্ত নিই যে আমরা এটি মার্কেটিং করব। মন্দিরা চক্রবর্তী নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম পরবর্তী সুপারস্টার হতে পারেন। এর প্লটও বেশ ভিন্নধর্মী, যা দর্শকদের মোহিত করবে।’
‘নীলচক্র’ সিনেমাটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মিত, যেখানে এক অজানা জগতের ভেতর লুকিয়ে থাকা বিপদ-ফাঁদের গল্প ফুটে উঠেছে। চিত্রনাট্য লেখা করেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা, প্রযোজনা করেছেন এনায়েত আকবর।
ওভারসিজ মুক্তির ব্যাপারে নায়িকা মন্দিরা চক্রবর্তী বলেন, ‘নিউ ইয়র্কসহ উত্তর আমেরিকার দর্শকরা বহুদিন ধরেই জানতে চেয়েছিলেন ছবিটি কবে আসবে। অবশেষে বায়স্কোপের উদ্যোগে আমরা তাদের জন্য নিয়ে আসছি। গল্পে আছে বিনোদন, পাশাপাশি রয়েছে একটি শক্তিশালী সামাজিক বার্তাও।’
‘নীলচক্র’র অফিসিয়াল প্রিমিয়ারের আয়োজন করা হয় নিউ ইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে। ছবিতে শুভ ও মন্দিরা ছাড়াও ছিলেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী উর্বী, মাসুম রেজোয়ান প্রমুখ।