দেশের একমাত্র উৎকৃষ্ট ঔষধি পল্লী হিসেবে পরিচিতির মুকুট ধারণ করেছে নাটোরের এই ভেষজসমৃদ্ধ গ্রামগুলো। সম্প্রতি পর্যটকদের জন্য প্রিয় স্পট হয়ে উঠেছে এই পল্লীটি, যারা এখানে এসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও নানা ধরনের ভেষজগাছের বিস্তার দেখে মুগ্ধ হন। বছরে শুধু অ্যালোভেরা থেকে উৎপাদিত হচ্ছে ১৫ হাজার টন, সাথে বাকি প্রজাতির ভেষজের সংখ্যা মোট ১৪০টিরও বেশি। এসব ভেষজের বাজারমূল্য অন্তত শত কোটি টাকা বলে ধারণা করা হয়।






