কক্সবাজারের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কৃত্রিমভাবে তৈরি এক চক্র বাংলাদেশি পণ্য বিনিময়ে ইয়াবা, মদ ও অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে, রাত ১টার দিকে, কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিমে সংলগ্ন সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হলে, তারা শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার করতে যাচ্ছিল বলে জানা যায়। এ সময় জব্দ করা হয় প্রায় ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার ৬০০ বস্তা মটর ডাল ও ৬৫০ বস্তা সিমেন্ট। পাশাপাশি, পাচারকারীদের সঙ্গে জড়িত ২২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, জব্দকৃত মালামাল, ট্রলার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরে বা সাগরে চোরাচালান ও মাদক পাচার বন্ধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






