ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ রোববার চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক বাণিজ্যে আইসিসির নীতিমালা ও নিয়মাবলী চালু ও প্রয়োগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। এই আয়োজন মূলত এসএমই (ছোট ও মাঝারি উদ্যোগ) এবং নারী উদ্যোক্তাদের জন্যে, যারা বিভিন্ন অপ্রচলিত পণ্য রপ্তানির সঙ্গে জড়িত। এই কর্মশালায় অংশ নেন বিশেষ করে অপ্রচলিত পণ্য রপ্তানিকারক, এসএমই ব্যবসায়ী এবং নারী উদ্যোক্তারা। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
কর্মশালার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত আইসিসির বিভিন্ন নিয়ম, নির্দেশিকা ও প্রবিধান সম্পর্কে গভীর ধারণা দেওয়া। এর মাধ্যমে তারা জটিল বৈশ্বিক ট্রেড ফাইন্যান্সিং প্রক্রিয়া বুঝতে পারবেন, পাশাপাশি এল/সি নিষ্পত্তির ঝুঁকি এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন।
আইসিসি সদর দপ্তরের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অংশ হিসেবে এই কর্মশালায় ইউসিপি ৬০০, ইনকোটার্মস ২০২০, আইএসবিপিসহ আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নিয়মাবলী নিয়ে আলোচনা হয়। ২০২৪ সালে এই প্রকল্পের আওতায় আইসিসি-বাংলাদেশ এখন পর্যন্ত চারটি কর্মশালা আয়োজন করেছে, যেখানে মোট ৩০০ জন এসএমই ও নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ টি এম নেসারুল হক।
সর্বমোট ৯৫ জন ব্যাংকার, নারী উদ্যোক্তা ও এসএমই উদ্যোক্তা দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।






