নিজস্ব প্রতিনিধিঃ জাগোবাংলা২৪ ডট কম নামক একটি অনলাইন পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর লেখার কারনে গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আওয়ামীলীগ কর্মী খন্দকার মোঃ আলাল বাদী হয়ে সিনিয়ার সাইবার ট্রাইব্যুনালে সর্বমোট ১১ জনের বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়রে করে। মামলা নাম্বার ২৮৮ (২) ১৯। এই মামলাটি ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩৫ ধারায় করা হয়।
আদালত সূত্রে জানা যায় যে অনলাইন পত্রিকা জাগোবাংলা২৪ ডট কম -এ “বাংলাদেশে বর্তমান অরাজকতার অবসান কোথায়?” শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করা হয়। এই প্রবন্ধের লেখক মোঃ ওমর সানী এবং এমডি আনিছুজ্জামান। এই লেখাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার বাকি পরিবারকে হত্যার হুমকি প্রধান করা হয়। এই লেখায় বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় গোয়েন্দা সংস্থাকেও উষ্কানোর অভিযোগ আনা হয়েছে।
এই বিষয়ে মামলার বাদী খন্দকার মো আলাল এর সাথে আমাদের প্রতিবেদক যোগাযোগ করলে তিনি বলেন- “স্বাধীন বাংলাদেশে এইসব রাজাকার এর বাচ্চারা থাকতে পারবে না। যারা শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে বা সমালোচনা করবে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই।”
উল্লেখ্য এই মামলায় মোট ১১ জনকে আসামী করা হয় যারা হলেন এই উক্ত প্রবন্ধের লেখক মোঃ ওমর সানী এবং এমডি আনিছুজ্জামান। এছাড়া এই মামলায় অন্যান্য আসামীরা হলেন – ডলার বিশ্বাস, মিফতাহুর রহমান, এমডি ওমর ফারুক, রাশেদুল আলম, জাওয়াদ হোসেন নির্ঝর, মোহাম্মদ আবু জোবায়ের রাব্বানী, শেখ শহীদ আলী সেরনিয়াবাত, আহমেদ রুবেল।