বৃটেনের রাজধানী লন্ডনে বসবাসরত ফয়সল হোসেন অনিক ও সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশী দম্পত্তি সাম্প্রতিক সময়ে সমকামী বিয়েতে আবদ্ধ হয়েছেন। জনাব অনিক ও জনাব ইসলাম দম্পত্তির নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে জানা যায় গত ২১ মে ২০১৮ ইং তারিখে এই দম্পত্তি ওয়ালথাম ফরেস্ট বারাতে তাঁদের এই সিভিল বিয়ে সম্পন্ন করেন।
এই বিয়ের ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা ও নিরাপত্তাও নেয়া হয় কেননা লন্ডনের এই বারাটি মূলত মুসলমান অধ্যুষিত এবং এর অধিকাংশ জনসাধারণ মূলত পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা থেকে আগত।
আমাদের লন্ডনের সংবাদদাতার পাঠানো এক প্রতিবেদনে জানা যায় যে, ফয়সল হোসেন অনিক ও সাইফুল ইসলামের সম্পর্ক দীর্ঘদিনের। দীর্ঘদিন তাঁরা একসাথে বসবাস করেছেন এবং অতঃপর তাঁরা এই বিয়ের সাহসী সিদ্ধান্ত নিয়ছেন।
purushএদিকে এই বিয়ের ব্যাপার কোনো মন্তব্য রয়েছে কিনা এই ব্যাপারে জানতে আমাদের প্রতিবেদক আপটন পার্ক জামে মসজিদের ইমাম শায়খ আব্দাল কোরাইশীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “ইংল্যান্ডের আইনী ব্যবস্থা কিংবা তাদের সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলবার নেই তবে ইসলামে এই ধরনের বিয়ে সম্পূর্ণ হারাম ও তা ব্যাভিচারের নামান্তর। দু’জন মুসলমান পুরুষ ব্যাক্তি এই ধরনের ব্যাভিচারে লিপ্ত হয়েছেন জানতে পেরে আমি অত্যন্ত বিষ্মিত ও দুঃখিত হয়েছি। নিশ্চই আল্লাহ সবাইকে হেদায়েত দান করবেন”
ফয়সল হোসেন অনিক ও সাইফুল ইসলামের বিয়ের ঘটনাটি বাংলাদেশী কমিউনিটিতে বেশ আলোড়ন তুলেছে। সাধারণ জনসাধারন অনেকে যদিও এই ব্যাপারে আমাদের কাছে মন্তব্য করতে রাজী হননি কিন্ত তাদের মধ্যে এক ধরনের বিষ্ময়ের রেশ ছিলো। কেউ কেউ তো মন্তব্য করেই বসলেন যে, “এইসব নোংরামি কিভাবে দু’জন বাংলাদেশী করতে পারেন?”
উল্লেখ্য যে বাংলাদেশে সমকামী সম্পর্ক সম্পূর্ণ অবৈধ এবং পেনাল কোডের ৩৭৭ ধারার সম্পূর্ণ পরিপন্থী। এই বিয়ের ব্যাপারে নব দম্পত্তির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে এই প্রতিবেদনে তাঁদের মন্তব্য দেয়া গেলোনা।
কামরুল/লন্ডন/কগসিল/১৭৮৪/এনযে-১৮