গতকাল মঙ্গলবার ঢাকা সহ সারাদেশের দেয়ালে দেয়ালে সুইডেন প্রবাসী নারীবাদী ব্লগার নিলুফার হক এর ফাঁসির দাবীতে দেয়াল গ্রাফিতি দেখা যায়। তবে এই দেয়াল গ্রাফিতির নেপথ্যে কারা রয়েছে তাঁর খোঁজ মিলেনি এখনো।
উক্ত দেয়াল গ্রাফিতিতে লেখিকাকে নাস্তিক আখ্যা দিয়ে লেখা হয়ঃ “অধার্মিক ম্যাগাজিনের অন্যতম লেখিকা মুসলিম জাতির কলঙ্ক, নাস্তিক, কুলাঙ্গার, নারীবাদী ব্লগার নিলুফার হক-কে অবিলম্বে গ্রেফতার করে তার নাগরিকত্ব বাতিল কর, করতে হবে।”
খোঁজ নিয়ে জানা যায়, নিলুফার হক বর্তমানে সুইডেনে বসবাস করছেন। তিনি বেশ কয়েক বছর যাবত বিভিন্ন অনলাইন প্লাটফর্ম, ব্যক্তিগত ব্লগ ও বিভিন্ন ম্যাগাজিনে নারীদের অধিকার, বাংলাদশের মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে নানা ধরনের সামাজিক সমস্যা তুলে ধরে লেখালেখি করছেন। পূর্বে তাঁর বিরুদ্ধে লেখালেখির কারনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছিলো।
এই দেয়াল গ্রাফিতিটি কারা করেছে এ বিষয়ে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান-এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমরা এই দেয়াল গ্রাফিতি সম্পর্কে অবগত আছি। তবে কারা এই কাজ করেছে তার কোন নিশ্চিত তথ্য পাইনি। আমরা বিষয়টা তদন্ত করে দেখবো।”
তবে এ বিষয়ে সুইডেন প্রবাসী ব্লগার নিলুফার হক-এর মন্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।