গতকাল শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বাংলার সচেতন মুসলিম জনতা’র ব্যানারে মাদ্রাসাছাত্র ও নানান ইসলামি দলের সাথে যুক্ত ব্যক্তিরা জুম্মার নামাজ শেষে সিলেট, জকিগঞ্জ, বড়লেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল সহ সিলেট বিভাগের বিভিন্ন জেলায় সমাবেশ করেন।
উক্ত সমাবেশ গুলো থেকে দাবি তোলা হয় যে, এই নতুন পরিবর্তিত বাংলাদেশে কোনও নাস্তিকদের জায়গা হবে না, এবং নাস্তিকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে তাদের শাস্তির আওাতায় আনতে হবে।
তাদের হাতের ব্যানারে বেশ কিছু ব্লগার ও অনলাইন এক্টিভিস্টদের ছবি সম্বলিত ছিল। উক্ত ব্যানারে আসিফ মহিউদ্দিন, আসাদ নুর, শাহমিরান আহমেদ, মোবাশ্বিরিন মনোয়ারা, আরিফুল ইসলাম প্রান্ত, নাফিউর রেজোয়ান, উম্মে আয়মন নিশু, সাইফুর রহমান – নামক ব্লগারদের ছবি সম্বলিত ছিল এবং উক্ত ব্যানারে লেখা ছিলঃ “নতুন বাংলাদেশে মহান আল্লাহ ও রাসুল (সাঃ) কে অবমাননাকারী নাস্তিক মুরতাদ-দের কোন জায়গা হবে না। তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে। প্রচারেঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বাংলাদের সচেতন মুসলিম জনতা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট বিভাগের মহানগর হেফাজতে ইসলামের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত ও সিলেট জেলা জমিয়তের দপ্তর সম্পাদক সালেহ আহমদ শাহবাগী’র সাথে এ বিষয় নিয়ে কথা বললে তিনি বলেন, “আমাদের বাংলাদেশ ৯০% মুসলিমের দেশ। দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী সরকার থেকে মাত্র আমরা স্বাধীনতা পেয়েছি। এখন সারাদেশে সংস্কার কাজ চলছে। এই সংস্কারে আমাদের দাবি নাস্তিকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে কঠিন থেকে কঠিন শাস্তির বিধান রাখা হোক এবং চিহ্নিত সকল নাস্তিক ব্লগারদের এদেশ থেকে বিতাড়িত করা হোক নাহয় প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ৯০% মুসলিমের দেশে নাস্তিকদের কোন ঠাই হবেনা।”
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিলেট মহানগরের এক নেতা মুফতি ফয়জুল হক জালালাবাদী-এর সাথে জগাজগা করা হলে তিনি বলেন, “যদিও ব্যক্তিগত কাজের কারনে আমি গতকালের সমাবেশে যুক্ত হতে পারিনি, তবে আমি উক্ত সমাবেশের প্রতিটি দাবীর সাথে একমত পোষণ করি। এই নাস্তিক ব্লগাররা দীর্ঘদিন ধরে অনলাইনে নানা মাধ্যমে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে এদেশের লক্ষ কোটি মুসলমান জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। সংস্কারের মাধ্যমে এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে যাতে তাদের মত আরেকটা কুলাঙ্গার এদেশের মাটিতে তৈরি হতে না পারে। ৩৬০ আউলিয়ার দেশে নাস্তিকদের কোন প্রয়োজন কিংবা জায়গা কোনটাই নাই।”