নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, খেলাধুলা কেবল কোমলমতি শিশুদের মনোভাবকে প্রফুল্ল করে না, বরং এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো সম্ভব। তিনি বুধবার (২৮ জানুয়ারি) সকালে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের ১২৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বক্তব্য বলেন।
বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার এ.এস.এম আব্দুল খালেক, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, কাউন্সিলার মোহাম্মদ ইলিয়াস আলী ভূঞা, স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আশরাফ মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, সিনিয়র শিক্ষক রাশেদুল আলম, আকলিমা আক্তার, অন্য শিক্ষকরা ও শিক্ষাকর্মীরা।
প্রধান অতিথি আরও বলেন, ‘নরসিংদী জেলায় উন্মুক্ত খেলাধুলার জন্য মাঠের সংখ্যা খুবই কম। এ কারণে খেলাধুলার মাঠগুলো যাতে বিনষ্ট না হয়, সেব্য দেখা দিতে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।’






