পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
ভিন্নধর্মী পপ গায়িকা লেডি গাগা বিতর্কের জন্ম দিতে কখনো কুন্ঠাবোধ করেন না । তিনি প্রতিনিয়ত দর্শকদের চমকে চান । এবার লাইভ অনুষ্ঠানে পারফরম্যান্স শেষ করে হঠাৎই সম্পূর্ণ নগ্ন হয়ে দর্শকদের অবাক করে দিলেন তিনি!
লন্ডনের হটস্পটে সমকামীদের জন্য আয়োজন করা এক লাইভ অনুষ্ঠানে হঠাৎ করেই উপস্থিত হন তিনি। আর সেখানেই গাগা ঘটান এই চমকপ্রদ ঘটনা। ২৭ বছর বয়সী এই গায়িকা তার তৃতীয় অ্যালবাম ‘আর্টপপ’ এর প্রচারণা নিয়ে ব্যস্ত। সেই প্রচারণার অংশ হিসেবে লাইভ অনুষ্ঠানে হঠাৎ করেই উপস্থিত হন তিনি।
অনুষ্ঠানে ‘আর্টপপ’ এর থেকে গেয়ে শুনান তিনি। গাগার পরনে ছিল সাদা রঙের লম্বা ঢিলেঢালা পোশাক। মঞ্চের উপর খালি পায়ে হেঁটে বেড়াচ্ছিলেন তিনি। কিন্তু গান শেষ হওয়ার এক পর্যায়ে সম্পূর্ণ নগ্ন হয়ে পার্টিতে উপস্থিত সবাইকে চমকে দেন তিনি।
পার্টি শেষে গাগাই ছিলেন সব আলোচনা-সমালোচনার মূল বিষয়। রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। পার্টিতে অংশগ্রহণকারীদের অনেকেই গাগার এমন কান্ডে বিস্মিত হয়েছেন।







