‘এথিস্ট নোট’ নামক নাস্তিক্যবাদী ম্যাগাজিনের লেখক ও সম্পাদকের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
আজ (২৪ জুন) ঢাকার বিচারক মোঃ শরীফুর রহমানের আদালতে (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২) এই মামলা দায়ের করেন মোঃ হাবিবুর রহমান নামক এক হেফাজত কর্মী। মোঃ হাবিবুর রহমান নামে এ হেফাজত কর্মী নিজেই গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামের নবী ও ইসলাম ধর্মকে নিয়ে ‘এথিস্ট নোট’ নামক ম্যাগাজিনে ‘অবমাননাকর’ প্রবন্ধ লেখেন এই ম্যাগাজিনের সম্পাদক খায়রুল্লা খন্দকার সহ আরও অনেকে। তারা ইসলাম নিয়ে কটূক্তি করেছেন যা দেশের কোটি কোটি ইসলাম ধর্মাবলম্বীদের মনে আঘাত দিয়েছে।
আদালত সূত্র জানা যায় মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ এনে দণ্ডবিধির ২৯৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটিতে মূল আসামি খায়রুল্লা খন্দকার এবং ম্যাগাজিনের আর কিছু লেখক – জয় বিশ্বাস, উম্মে আয়মন নিশু, এমডি মিজানুর রহমান, শোভন রেজা, এমডি আরিফুল ইসলাম প্রান্ত, মুনাওয়ারা মুবাশিরিন, নাফিউর রেজওয়ান, রেহানা আক্তার, সৈয়দা মহসিনা ডালিয়া, শাহ আলম মিয়া, ইশতিয়াক আহমেদ, নিলুফার হক। আরও জানা যায় যে আদালত পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশনকে এই মামলাটির অভিযোগ তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।
এদিকে সকাল ১১টা থেকেই আদালত প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন প্রায় কয়েকশ হেফাজত কর্মী। তারা বিকেল ৪টা পর্যন্ত আদালত চত্বরে অবস্থান করেন এবং ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবর’, ‘মুসলমানের বাংলায় নাস্তিকের ঠাঁই নাই’, ‘কুকুর বেড়াল মারবো না, নাস্তিক পেলে ছাড়বো না’ ইত্যাদি স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণ মুখরিত রাখেন।