করোনার প্রভাবে পুরো বিশ্বে লকডাউনে তারকারা। এই অবস্থায় ঘরেই সবাই খুঁজে পাচ্ছেন বিনোদনের রসদ। সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা বিয়ে করার কয়েক মাসের মধ্যে কিনে ফেলেছিলেন একটি বাংলো। তারা সেই বাংলোতেই রয়েছেন কোয়ারেন্টাইনের এই সময়টা।
সোনম কাপুর ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজের বাংলোর ছবি, বেডরুম থেকে রান্নাঘর সবই একেবারে ফাইভস্টার স্টাইল। নিজের বাংলোর প্রতিটি ঘরের ছবি শেয়ার করে সোনম কাপুর লেখেন, ‘একেই বলে দারুণ কোয়ারেন্টাইন টাইম। সঙ্গে প্রিয়জন আর শুধুই নিজস্ব সময়।’
অন্যদিকে বান্ধবী মিহিকা বাজাজের সঙ্গে আংটি বদল সেরে ফেলেন রানা দ্বগুবতি। মিহিকার সঙ্গে রানার বাগদানের পর সোনম কাপুর তাদের শুভেচ্ছা জানিয়েছেন।