চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারে অনেক আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে বেশ কয়েকবার শান্তি নোবেল পাওয়ার যোগ্য দাবি করেছিলেন, তবে শেষমেশ হতাশ হতে হয়েছে তাকে। বছরের শেষে শান্তি নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থি নেতা মারিয়া কোরিনা মাচাদো।
এদিকে, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র। এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য এই বিরল স্বীকৃতি দেওয়া হচ্ছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনো স্পষ্ট করেননি যে, ট্রাম্প এই পুরস্কার পাবেন কি না, তবে গুঞ্জন রয়েছে যে, ট্রাম্পের হাতেই উঠতে পারে এই বিশেষ শান্তি পুরস্কার।
মায়ামিতে এক সেমিনারে ইনফান্তিনো বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর দেখা যাবে কি ঘটে!’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, ‘বিশ্বজুড়ে অমীমাংসিত বিষয়ের সমাধান ও বিভেদ কমাতে কঠোর পরিশ্রম করেছে যারা, তাদেরকে এই পুরস্কার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ফিফা জানিয়েছে, এই বছর প্রেসিডেন্ট ইনফান্তিনো এই পুরস্কার প্রদান করবেন। এরপর এটি প্রতিবছর বিশ্বজুড়ে ভক্তদের পক্ষ থেকে দেওয়া হবে।
অনুষ্ঠানে স্পষ্ট করে ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা স্বীকার করেন ইনফান্তিনো। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে, আমি সত্যিই ভাগ্যবান। তাকে আমি খুব কাছের বন্ধু মনে করি। বিশ্বকাপের জন্য আমাদের সব কাজে তিনি খুব সহায়তা করেছেন।’






