১। সুস্থ রাখে শরীর
কোল্ড প্রেসড নারিকেল তেল নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন রান্নায়। প্রতিদিন ১ চা চামচ তেল খেলে মেটাবোলিজম বাড়বে। এতে থাকা হেলদি ফ্যাট কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে কার্যকর। এছাড়া মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে প্রতিদিন খেতে পারেন উপকারী এই তেল।
২। দাঁতের যত্নে
মুখের ভেতরে থাকা ক্ষতিকর জীবাণু ধ্বংস করতে পারে নারিকেল তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দাঁত ঝকঝকে করতেও এর জুড়ি মেলা ভার। আঙুলে খানিকটা তেল নিয়ে দাঁত ঘষে নিন। এরপর কুলকুচি করে ফেলুন পানি দিয়ে।
৩। মেকআপ উঠাতে
কেমিক্যালবিহীন মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন নারিকেলের তেল। তুলার টুকরা তেলে ভিজিয়ে ত্বকে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন মেকআপ। ত্বক নরম ও কোমল রাখতেও নারিকেল তেল বেশ কার্যকর।
৪। চুলের যত্নে
চুলের গোড়ায় পুষ্টি জোগাতে নারিকেল তেলের বিকল্প নেই। সপ্তাহে অন্তত একবার চুলে তেল ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এটি চুলকে রাখে খুশকিমুক্ত, মজবুত ও ঝলমলে। পাশাপাশি চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করতেও সাহায্য করে।
৫। গৃহস্থালি কাজে
কার্পেটের দাগ তুলতে বেকিং সোডার সঙ্গে নারিকেলের তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। দাগের উপর এই পেস্ট লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর মুছে ফেলুন। দাগ দূর হবে।
হাউজ নং ৫৯৪, ৯৮, কাওরান বাজার
ঢাকা-১২১৫, বাংলাদেশ
ইমেইলঃ [email protected]
বিজ্ঞাপনঃ [email protected]
সম্পাদকঃ ইসরাত রশিদ
সহ-সম্পাদক- জনি জোসেফ কস্তা
সিনিয়র সহ-সম্পাদকঃ নুরুল হুদা
উপদেষ্টাঃ নূর মোহাম্মদ
প্রকাশকঃ আলী আমিন ও মোহাম্মদ ওমর সানী